চাঁদ জোছনার ছায়ায় মায়ায় ভোরের আলোয় সন্ধ্যাতারায়
ভিড়ের মাঝে হয়তো বা সে, হয়তো বটের শান্ত ছায়ায়
নয়তো বা সে পদ্ম হয়ে ভাসছে হৃদি মন যমুনায়
সে যে আমার মনের মানুষ, কাঁচা সোনা চাঁদ জোছনা ...


যে আমার মনের ঐ মানুষ, হয়তো বা সে অনেক দূরে
সুসময়ে নাই বা এলো, বিপদে সে যায়না ভুলে
চাকচিক্ক চায়না সে তো, এই মনকে যে সে ভালবাসে
নিবীড় করে সঙ্গোপনে মনের কোণে নিধুবনে ...


নাই বা র’ল কাছে আমার, হলই বা সে অনেক দূরে
সে আমার মনের মানুষ, আমাকে যে ভীষন চেনে
মনের মন্দিরে আমার প্রদীপটি তার সদাই জ্বলে
আমার এই মনকে যে সে শুধুই টানে মোহনাতে ...
==========================
অমিতাভ (১২.৪.২০১৫)বাড়ি, সকাল ৬-৩০