পূবালী হাওয়ায় কি সুর আসে ভেসে,
কে তুই ওরে  মনের ঘরে তোর প্রবেশে
মাতাল এ'মন দিশাহারা উঠলো এ'কোন ঝড় ?
করেছিস বৈরাগী তুই - বাউল উদাসী চঞ্চল।
আমার সাধের একতারা তুই
তোর আমিষ গন্ধে মাতাল আমি হয়েছি শিকার।


তোর  তিক্ষ্ণ নিপুণ লক্ষভেদে
শরাহত এই দেহ মন ঘনীভূত নীল ।
মায়াবী তোর আঁখির বাণে হয়েছি  বিবস,
সব ভুলে তোর বাথানে শিতল ছায়ে - নিয়েছি আশ্রয়।


জানিনা তোর এ' কেমন মায়া,
কোন সে যাদু মায়াজালে -
শবরী তুই শিকার করে বেঁধেছিস আমায় !
শরাহত বিবস আমি - মগ্ন তোর নেশায় ...
তুই  বিশাখা, ডেসডিমোনা, নাকি সায়ন্তনি তুই
নবপত্রে সুশোভিত প্রিয় আইভি লতা তুই ।


সাগরতটের নির্জনে নীল ,
পায়ে পায়ে নীল জোছনায় ভিজিয়ে দেহ মন
চাঁদ তারাদের শামিয়ানায়   প্রণয় অভিসার ।
ছম ছম তোর নুপুর ধ্বনি,
বেলোয়ারি শব্দ চুড়ির - মন করে উতল ।
নীল বিষে তোর বুঁদ হয়েছি মগ্ন তোর নেশায় ।


শিকারি তোর নীল নিশানা
তোর বিষপ্লাবনে ভাসা আমায় দে তুই ডুবিয়ে ,
তোর ওই বিষে বিবস হব, উষ্ণতায় তোর ওম পোহাবো।
তোর ছায়ায় মায়ায় তোর নেশাতেই -
বন্দী হয়ে তোর আশ্রয়ে রইব আমরণ ।
আমার চৈতন্যে তুই আলোর শিখা অজ্ঞানে আকাশ ।
-----------------------------------
অমিতাভ (৮.৩.১৮) গৃহকোণ , রাত ১-৩০
** বেশ কিছুদিন আগের রম্য লেখাটা হঠাৎ চোখে পড়ল ।