স্বপ্ন দুয়ার খুলে তুমি এসো প্রাণমাঝে
মগ্নমুখর মুগ্ধ হব তোমার অনিন্দ্য সৌরভে ।
তোমার সুখে সুখী হব
তোমার সুরে গাইব যে গান ভুলি আপনারে ।


ব্যকূল হয়ে রই যে বসে মনের দুয়ার খুলে,
বলব বলে গানে গানে -
কত কথা তোমার কানে কানে,
শুধু এসো তুমি প্রিয় ।


তুমি এসো শিশির ভেজা ভোরে
এসো নীরব রাতে দ্বিপ্রহরে
মোম জোছনায় রাতের বুকে,
আমি রই যে বসে পথ চেয়ে - প্রিয় তুমি এসো।


কত স্বপ্ন বুনি তোমায় নিয়ে জীবন নদীর পারে বসে,
আলোর মেলায় অমানিশায় তোমায় দেখি অনিমিখে - তুমি এসো ।
________________________
অমিতাভ (৯.৭.২০২২) গৃহকোণ