ভালবাসি শৈশবের ফেলে আসা মন প্রাণ
ভালবাসি মাতৃক্রোড়ে ঘুম পাড়ানির গান ।
ভালবাসি কাশফুল শান্ত নদীর ধার
ভালবাসি উড়োমেঘ বনবীথি ধানক্ষেত ।
ভালবাসি আঁকাবাঁকা গ্রামপথে হাঁটতে
ভালবাসি বার বার প্রাণ খুলে হাসতে ।
ভালবাসি ‘কেনভাসে’ সাত রঙে খেলতে
ভালবাসি স্বপ্নদের নানা রঙে দেখতে ।
ভালবাসি রসিকতা রসেবসে লেনদেন
ভালবাসি রাতভর আমজাদ, ভীমসেন ।
ভালবাসি সাদামেঘে পাখা মেলে উড়তে
ভালবাসি চাঁদ থেকে পৃথিবীকে দেখতে ।
ভালবাসি একান্তে সুখি ঘর বাঁধতে
ভালবাসি স্বপ্নের মায়াজাল বুনতে ।
ভালবসি প্রেয়সীর উষ্ণতায় আহ্বান
ভালবাসি ঐ প্রেমে মাতাল ক্ষেপার প্রাণ ।
ভালবাসি খোলামনে হাসিগানে থাকতে
ভালবাসি সব্বাই ভাল আছে দেখতে ।
ভালবাসি জাতপাতে নেই কোনও বিদ্বেষ
ভালবাসি বিশ্বময় এক আকাশ এক দেশ ।
------------------------------------------
অমিতাভ (২৫.৯.১৯৯৪)বাড়ি, পুজোর আগের দি