তোর মধ্যে হারিয়ে
আমার মুক্তির অভিযান,
তোর জন্য মরতেও সুখ
যতই জ্বলুক প্রাণ।


তোর রাগে তোর বকুনিতে
শুনি বসন্ত রাগিণী ,
পাই অনিন্দ্য সুখের ছোয়া
যখন তুই হোস অভিমানী।


কি আনন্দ ছিল তখন
দিনে রাতে অন্ধকারে রোদ্দুরে বৃষ্টিতে
রাজপথে,গলির বাঁকে নীরব নদী তীরে
তোকে আমায় ঘিরে।


জানিস কি তুই ওরে?
আজ আমি আর পারিনা যে
অমন মরতে যখন তখন,
পারিনা জ্বালাতেও আর আমি যে নিজেরে।


তুই যে নেই সাথে, বড় ভীতু হয়ে গেছি
আমি হারাবো কার কাছে?
সামনে আমার শুধুই যে আজ
ঊষর মরুর তপ্ত বালু, পুড়ছি দিনেরাতে।
______________________
অমিতাভ(২.৬.১৮)