শৈশবে আমরা
কতোশত আকাশ,এঁকেছি রংতুলি ছাড়া
কতোবার বেধেছি ফরিঙের ডানায় সুতো।
কতোবার ছুটেছি প্রজাপতির পিছে,
একবার তো পড়ে গিয়ে তোমার সে কি কান্না!
প্রজাপতি ধরে হাতে দিতেই তুমি হেসে উঠলে ফুলের মতো।


শৈশবের সেই সব দিনে আমরা ভালোই ছিলাম,
অল্পতেই হেসে কুটি কুটি হতাম
অল্পতেই চোখ জলে ভরে আসতো__জল মুছে আবার ছুটতাম খালের দিকে,
জামরুলের তলে।


শৈশবে আমরা
কতো দুপুর মেঘ দেখে বলে উঠেছি __আমরা পাখি হবো,
তারপর পাখির মতোই ডানা মেলে আমরা পেরিয়েছি সবুজ মাঠ
উড়তে না পাড়ায় তোমার মনখারাপ হলো ভীষণ!
আমি তোমার কানে কানে বললাম,চলো মাছ হই
সে'বার মাছ হতে গিয়ে
তোমার সারা গায়ে জ্বর এলো __ক'দিন একা ছিলে তুমি,
ক'দিন আমারও কেটেছ চাতকের মতো।


এরপর আবার,
আমরা রংতুলি ছাড়া আকাশ একেঁ ,ফরিঙের ডানায় সুতো বেধে
পাখি দেখে,মাছের মতো সাঁতরে কাটিয়েছি সময়;


শৈশবের সেই সব দিনে আমরা ভালোই ছিলাম।