ইতি –
          তোমার দুর্গা


নামটি আমার দুর্গা, মায়ের গর্ভে থাকি;
বয়স সবে দু-মাস আমার, দিচ্ছি না গো ফাঁকি |


শুনছি মাগো সব কথা তোর, হচ্ছি আমি বড়ো;
ছেলেই হবে কোলের আলো, প্রার্থনা যে করো |


বাপটা আমার মাস্টারমশাই, বিদ্যে-বুদ্ধি খাসা;
ছেলের মুখ দেখাও ঠাকুর, বুক ভরা তার আশা |  


হৃদয় জুড়ে উন্মাদনা, পারছো নাকো বইতে;
কোলে যখন দুর্গা পাবি, পারবি তোরা সইতে?


খেলনা দিবি?  গয়না দিবি? বাসবি তোরা ভালো?
একটা সুযোগ দে মা আমায়, করবো জগৎ আলো |


এখন নাকি একুশ শতক, নাইকো ভেদাভেদ;
আমার ভাগের ভালোবাসায়, পড়ছে কেন ছেদ?


ঠাকুর ঘরে দুর্গা-মূর্তি, পরাস রোজই মালা;
রক্ত- মাংসের দুর্গা কুড়ায়, নিত্য অবহেলা |


দে না সুযোগ,  দে না কলম, স্কুলবাড়ি, বই-খাতা;
কথা দিলাম, আর কখনও চাইবিনা শুধু ব্যাটা |


হবো আমি দশভুজা, কালীও হতে পারি;
বলবে না কেউ আহা-বাছা, তুই অবলা নারী |


সময় এখন পাল্টে গেছে, শোন্ রে সকল নারী;
হেঁসেল ছেড়ে দুর্গারা দেয়,  মহাকাশে পাড়ি |