আকাশ ভরা হাজার তারা, বাতাশে ফুলের গন্ধ,
ভাল-মন্দ, লাভ-ক্ষতির মিটবে সকল দন্দ।
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, খুলেছে সে তার সকল দ্বার,
সোনার খাঁচায় মন বসে না, ভয় শূধু ডানা মেলিবার!


আমার আপন রাহুর দোসে যখন আমি সব্র্হারা,
কান্না-হাসির সকল বাঁধন, সবই তখন পরবে খোলা।
আসিবে সেই ঝর আবার, ছিরবে মনের সকল তার,
সোনার খাঁচায় মন বসে না, ভয় শূধু ডানা মেলিবার!


সাগর মেলায় নীল আকাশে , নামরে খুশির ঢল,
উঁচু-নিচু, ব্ড়-ছোট, সব বন্ধ কোলাহল।
ঢেউগুলি তাই পাগলপাড়া, সাজিয়ে তার রুপের বাহার,
সোনার খাঁচায় মন বসে না, ভয় শূধু ডানা মেলিবার!


ঐ দেখা যায় মেঘের জটা, শ্রাবন ঝরে পড়,
নারী-পুরুষ, পুরুষ-নারী, সব অরধ-নারীশ্বর।
মনের মাঝে সদা বাজে, ডুগডুগি যে তার,
সোনার খাঁচায় মন বসে না, ভয় শূধু ডানা মেলিবার!


জগত জুড়ে বাজল সানাই, প্রেম-ই আসল সত্য,
মানুষ-ভগবান, ভগবান-মানুষ, সবাই সবার ভক্ত।
রাধিকার লাগি কেস্ট আজি, তাই মুখ করেছে ভার,
সোনার খাঁচায় মন বসে না, ভয় শূধু ডানা মেলিবার!