আমার হৃদয় বসন্তের বাতাস কম
চৈত্রের দবদাহ বেশি,
তাই কোকিলের ডাক কানে আসে না
এক ঘেয়ে কর্কশ কাকের ডাক শুনি।
ইচ্ছে হয় খুব এক চিলতি ঘুমোয়, হয় না
রাত জেগে শুধু ঘুম পাড়ানির গল্প গুলি বুনি।
গল্পের শুরুটা ছিল বেশ ভাল,চপল কিশোর কিশোরী,
প্রনয়ের বিষে মাতাল, জাতি ধর্ম পরবাসিনী।
হঠাৎ বাকাট্টা লেখকের কালি ফুরোয়,কলম কেনার টাকা নেই।
কালি দিয়ে আর না, এবার লেখক গল্প লিখলো মনের আবেগেই।
কিন্তু বোকা লেখক, আবেগে কি আর ভুবন চলে?
কিশোরের সাথে তাই কিশোরীর চলে মরণ পণের আড়ি
এই গল্পের তাই মধ্যাহ্ন নেই,উপসংহারটা নীল নয়,রংটা বড্ড আনাড়ি।
আর লেখক??
বেটা হারায় বোকা বাক্সের দলে।