মাছের বাজারখানি ভেতরের দিকে
রোদের কিরণ যেথা, হয়ে থাকে ফিকে।    
মানুষেরা সেখানেই বেশি করে ভীড়
চেয়ে থাকে চোখগুলো আবেশে অধীর।  
রুপালী ইলিশ ডাকে ভয়ানক দামে
চোখের পাতারা কাঁপে হতাশার নামে,  
বাজারের ব্যাগ হাতে শুধু চেয়ে থাকা
দেখে দেখে সবরের দক্ষতা শেখা।    
বড় মাছ যারা আছে চেয়ে
রুই, শোল, বাউসের মেয়ে।  
কোনটাই কম নয় আর
কেন আসি মাছের বাজার?
মধ্যবিত্ত মন চায় কি করব ভাই
মাছের বাজারে তাই বারবার যাই।  
সব ফেলে চল দেখি ছোট মাছগুলো
মলা, ঢেলা, চাপিলা, শিং, কই পোণা ছিল,      
ছোট হোক তবু তারা দামে নয় ছোট
পারবোনা নিয়ে যেতে ব্যাগে ভরে দুটো।    
অবশেষে স্বাদ নাই বলে কয়ে শেষে
মাছের বাজার ছেড়ে সবজির দেশে।