বৃষ্টি তুই আবার আসলি, আবার
জানিস নে তুই?
সময় এখন অফিসে যাবার।
ভেবেছিলাম
তোর জলেতে দুঃখ গুলো মুছে নেবো
ময়লা স্মৃতি একসঙ্গে ভাসিয়ে দেবো
এখন আমি দেখছি বসে
তোর জলেতে ডুবে যাওয়া রাস্তা গুলো
বৃষ্টি এসে দুঃখটা কি বাড়িয়ে দিলো ?
জানি আমি দোষটা তোর নয়
শহরটাকে করেছি যে ক্ষয়,
নদী খাল সব খেয়েছি, বাড়ি গড়েছি
তোর জলেতে তাই আমরা ডুবে আছি।
বৃষ্টি তোর নেই অপরাধ
সব আমাদের,
আসিস আবার ছুটির দিনে
মিলবো সুখে কাব্য গানে।