অনলে পুড়িল যেন মোর হিয়া
এক ছোট্ট শিশুর কান্না দেখিয়া।


ছোট্ট ছেলে মা মা বলে কাঁদিতেছে
পথের দ্বারে গড়াগড়ি করিয়া
কেউ নেই পাশে একাই পড়ে আছে
বলছে,আমায় কি যাইবে নিয়া??


মোর বাপ সেদিন চলে গেল
মোর কথা একবারও ভাবিলনা
বুঝলাম সে মরিয়া গেল
তবে সে আমায় কেন নিলনা?


মা যে মোর চলে গেল ঐ পথে
গাড়ি থেকে মোরে দিল ফেলিয়া
কত কাঁদিলাম,মোরে নিলনা তবু
চলে গেল গাড়িতে কার হাতে ধরিয়া!!


এই অসহায় শিশুর কান্না দেখিয়া
বারবার চমকে উঠছে মোর হিয়া
এই ছোট্ট মানিকের চোখে জল দেখিয়া
আমার আখিতেও অশ্রু গেল আসিয়া।


আসলে বাবা হারা কোনো সন্তান
কিংবা মা হারা কোনো সন্তান
কেউ সুখ পায়না তার সারাটা জীবনে
বাচতে যেয়ে ধরতে হয় কতজনার চরণে।