বছর শেষে আবারও শীত আসিছে ফিরে
তাইতে আজ চারদিক শীতে আছে ঘীরে
শীতের প্রকটে বোতল বন্দি সবে স্বীয় নীড়ে
কাপছে তাই ছেলে বুড়ো সবে ধীরে ধীরে
মা ছোট্ট সন্তান কে জড়িয়ে আছে আদরে
কেউ বা নিজেকে রেখেছে মুড়িয়ে চাদরে
শীত এসেছে খাবে শেষে নানা রকম পিঠে
শত কষ্টের মাঝেও তাই লাগে অনেক মিঠে
প্রকৃতিও এবার দিয়েছে শীতের ডাকে সাড়া
শীতের প্রকুপে তাই সবেতেই পড়েছে নাড়া
শত বাধার মাঝেও শীতে কেউ বা আছে সুখে
আস্তাকুড়ে পড়ে থাকা মানুষ গুলো আছে যে দুখে
শীতকে কেউ বা নানা ভাবে উপভোগ করিতেছে
কেউ বা আবার এই শীতেই নানান কষ্টে ভোগিতেছে
সব সময় নাই বা ভাবিলে আর সকলের কথা
তবে এই শীতে একটু হলেও গরিব-দুখিদের ব্যথা
যারা কাটাচ্ছে শীত অসহ্য রকম কষ্টের মাঝে
তীব্র শীতেও যারা জীবনের তাগিদে ছুটিতেছে কাজে
একটু হলেও তাদের সাহায্যার্থে বস্ত্র কিংবা অর্থ
খানিকটা সাহয্য করলে নিশ্চই ঘটবেনা কোন অনর্থ