তবু তারা থাকে এইখানে
এই মায়া ঘেরা শীতল ছায়ায়,
যেখানে বুক ভরা যন্ত্রণা নিয়েও
অনন্ত কাল ধরে বেঁচে থাকা যায়।
এখানে প্রেমিক থাকে
এখানে পাষান থাকে
এখানে মৃত্যু ঝুকি খরস্রোতা নদীর মাঝে
সুখের ভেলা ভাসান থাকে।
এখানে জীবনের ছন্দ তুলে
কবিতা লিখেন কবি
এখানে রং তুলি আর প্লেট হাতেতে
ক্যানভাস জুড়ে চিত্রকর আঁকেন ছবি।
এখানে সাইক্লোন কিবা টর্নেডোতে
নারী-পুরুষ যখন পড়েন নির্বিপাকে
বেঁচে থাকার আশা নিয়ে
প্রতিবাদী ভাষা নিয়ে
তবু তারা এই খানেই থাকে।


এখানে ভাগুন থাকে
এখানে আসুন থাকে
এখানে ভুলে যেতে বাধ্য করার কথার মাঝে
মনে মনে একটি কথাই বাসুন থাকে।
আমরা যতই বলি ভুলে যাব
যা চাই তাকে চেষ্টা করেও যায়না ভোলা
ভালোবাসার ভালোলাগার স্মৃতিগুলো
এখানে গোপন চাবির লক লাগানো
সোনার ড্রয়ারেতে তোলা।
এখানের দরজাটাকে বন্ধ করে
মৃত্যুটাকে সঙ্গী করে
এইখান ছেড়ে যারা চলে যায়
স্মৃতির এই এইখানটা তুচ্ছ করে
পরলোকের ধুম্র ছায়ায়।
নরকের চিতায় বসে
খোজে তারা স্মৃতির পাতার আল্পনাকে
তবু তারা এইখানেই থাকে।


এখানে সংস্বার অনুরাগী থাকে
এখানে সংস্বার বিরাগীও থাকে
কেউ থাকে সাজাতে সংস্বার
কেউ থাকে ভেঙ্গে দিতে তাকে।
এখানে তুমি থাক আমি থাকি-
উজ্জল আলোকচ্ছটাতে বসে
অতীতের ফেলে আসা দিনটি আঁকি।
এখানে কুলি থাকে মজুর থাকে
এখানে কামার কুমার চাষি থাকে
তাদেরও এইখানটাতে
কত স্বপ্ন কান্না এবং হাসি থাকে।
এখানে থাকেন কত পথের প্রেমিক
পথ যার চির সঙ্গী পথবাসী
তাদেরও এইখানটাতে সুখটা থাকে অল্প করে
ঠিক এইখানটাতেই দুঃখ চোটে রাশিরাশি।
জীবনের চলার পথে
তারা সব পথকে হারায় পথের বাঁকে
তবু তারা এইখানেই থাকে।