আমার আমি,
অামি অার নয় কারো।
কারো কথা মত আমি চলিনাকো পথ,
পথ চলি আমি নিজের ইচ্ছা মত।
মত প্রকাশের অধিকার প্রদানের মত আমার আমিকে
আমি প্রদান করেছি সবটুকু অধিকার।


এই আমার দেহ।
দেহে রক্ষিত যতগুলো শিরা,
শিরার শাখা প্রশাখা, উৎপন্ন স্থল ধমনি,
ধমনির গোড়ায় ফুলে ফেঁপে উঠা হৃদযন্ত্র।
হৃদযন্ত্রের প্রতিটি কম্পন,
কম্পন ধরালো মাথার আকাশে।
আকাশের তারাদের মত নিউরনের প্রতিটি খোঁপ,
খোঁপগুলো আমার।
আমার আমিকে প্রদান করেছি সবটুকু অধিকার।


আমার দৃষ্টি।
দৃষ্টির কারাগারে ঢুকে পড়া সব সৌন্দর্য,
সৌন্দর্য মন্ডিত ফুল, পাখি, বন।
বনে রক্ষিত যত তৃণলতা, পাখি, পশু,
পশুর মধ্যে বিখ্যাত ডোরা কাটা বাঘ
বাঘের মতই আমি হিংস্র।
হিংস্রতা প্রকাশে আমারো আছে অধিকার।
অধিকার প্রদান করেছি আমার আমিকে
আমি প্রদান করেছি পৃথিবীর সবটুকু অধিকার ।


রাজা আমি
আমির অধিকারের রাজ্যে।
রাজ্যে গড়া আমার দৃষ্টির কারাগার
কারাগারে বন্দি যত পুরুষ নারী।
নারীর মোমগলা অপরুপ দেহ,
দেহের প্রত্যেকটি ইন্দ্রিয়।
ইন্দ্রিয়দের মধ্যে ভ্রমর কালো চোখ
চোখের দৃষ্টিতে আরেকটি কারাগার তার,
তার কারাগারে আমি বন্দি।
বন্দিদশা থেকে মুক্তি পেতে যাই তার মনের সিংহাসনে।
সিংহাসনটি অনের সুন্দর
সুন্দর আমি ভালোবাসি
ভালোবাসি যা তা আমার করে চাই।
চাই আমি সেই সিংহাসনে বসতে,
বসতে পারার অধিকার আমারো অাছে
আছে সবটুকু অধিকার ।
অধিকার আমার আমিকে আমিই দিয়েছি
দিয়েছি আমাকে এই পৃথিবীর সবটুকু অধিকার।


এই আমার শরীর।
শরীরের প্রত্যেকটি অঙ্গ,
অঙ্গের সবচেয়ে উপরে মাথা,
মাথায় এক ফুট বাবড়ি চুল।
চুল দেখে লোকে পরিহাসে কথা বলে ,
বলে বখাটে ছেলে আমি,
আমি আমাকে নিরবে থামাই
থামাই দেহের গতিময় রক্ত।
রক্ত ঝেকে বসেছে আমার মাথায়
মাথার চুলগুলো আমার ।
আমারো চুল রাখার অাছে অধিকার ,
অধিকার আমার আমিকে অামি্ই দিয়েছি
দিয়েছি আমাকে এই পৃথিবীর সবটুকু অধিকার।