( ১১)


প্রভুগৃহে ফিরতে হবে আবার
ফিরতে হবে সবে,
সেদিনেও লুকাবে আবার
শক্তি যাবে সবে।
রণসি কোথায় গেলে চুরি
খুশির হাসি বিখুশী ছল,
নয়ন ভাসবে আমল ধরণী
সকল কর্মের ফল।


(১২)


ভেবেছিনু মন বসে
যাত্রা যে গেছে এসে।
নাহি কোন পথ নহে
কালো মেঘ গেছে নেমে।
নাহি বুঝি আর কাজ
হায়াত যা ছিল ভবে,
ফুরায়েছে বুঝি আজ।


(১৩)


মরন যখন দিবে ডাক
বীরের দল,
সেদিন শক্তি কোথায়
মলিন হবে বল?
কোথায় টাকা,অস্ত্র কোথায়?
ক্ষীণ তনু অতি অসহায়।
চারদিকে সব হবে রে তিমির
হবে অন্ধকার,
মলিন হয়ে যাবে টাকা-অস্ত্র
এই অহংকার।


(১৪)


ছিল মোর সাধ,তোর জীবন মাঝে
মোর গান যেন তো হৃদয়ে বাঁজে।
তোমাদের মন করেছে ভিখারী
তোমরাই পারো ধরে রাখতে ধরণী।
বসন্ত যে চক্ষু পলকে নৃত্যে আসে
অন্তরে মোর আশা নতুন সাজে।


(১৫)


ছুটি হবে সবার একদিন
এ ভুবন হতে,
বাঁজবে দুঃখের কান্না বীণ
নিশি-প্রভাতে।
রাখতে পারবে না কেহ
এ ভবে ধরে,
মরন যে নিতে এসেছে ওগো
সাজে তোর দ্বারে।