ভেসে চলি অন্তহীন
অসীমতার স্রোতে,
নিজের গড়া এক কাঠামোয়
আবদ্ধ থেকে থেকে;
শুষ্ক, শীর্ণ আর
জীর্ণ হতে হতে –
ভেসে যাই উদ্দেশ্যহীন।


উপরে সুনীল আকাশ
মুক্তির আনন্দ জানাতে,
ডেকে যায় বারে বারে।
তবু বেরুতে পারিনা আমি
আষ্টেপৃষ্ঠে বাঁধা
এ কাঠামো চূর্ণ করে।
আমার শক্তিই বা কতটুকু?


তাই গুমরে গুমরে কাঁদে
চিরসবুজ মুক্তির কামনা আমার,
নিষ্ফল আক্রোশে,
আমাকেই ব্যবচ্ছেদ আর
রক্তাক্ত করে বারবার।


সিদ্ধান্ত খুঁজি তাই
আজ বেছে নেব কাকে –
‘মুক্তিকামনা’-র মৃত্যু
না মৃত্যু থেকে ‘মুক্তি’-কে?