কলম
     তুমি হও রক্তের শিখা
                   এক আগ্নেয়গিরি
লাভাস্রোতে সব ভেসে যাক
           ভেঙ্গে পড়ুক দম্ভের যত সিঁড়ি ।


কলম
     তুমি উল্কার মতো ছুটে এসে
               ত্রাহি রব তোলো মানব সভ্যতায়
শশ্মানে যত জীবিত মৃতের দল
                        ছুটে চলে বেগে
                               প্রাণটুকু সম্বল ।
কলম
     তুমি হও বাঁধ ভাঙ্গা এক নদী
                       প্রবল জলোছ্বাস
ধুয়ে দাও যত পঙ্ক মলিনতা
            দিয়ে যাও এক ফালি
                    নতুন পলির চর  ।


কলম
     তুমি হও প্রতিবাদের মুখ
                   মিছিলের কলরব
একটানে ছেঁড়ো মুখের মুখোশ যত
           শুরু হোক  মানবতা অভিযান  ।


কলম
     তুমি হও শিকল ভাঙ্গা গান
               মুক্তিকামী মানুষের প্রত্যাশা
নারীর অভিমান   ভেঙ্গে ফেলা বেঁড়ি
             জীবন জয়ের  তান  ।


কলম
      তুমি রোদ ঝলমল আকাশে
              ডানা মেলা এক শান্তির আহ্বান
উড়ে চলো দলে দলে
            বারুদ গন্ধ ভুলিয়ে
                      এনে দাও এক পৃথিবী সুখ     ।।