আমি ব্যাথা পেয়েছি
পৃথিবীতে জন্ম নিয়া
হাসির আস্বাদ পেয়ে গেছি
মায়ের মুখের হাসি দেখিয়া ।
শীতের সকালে ঘাসের উপর
পরে থাকা এক
ফোঁটা শিশিরে খুজে পেয়েছি অপার
সৌন্দর্য
আমি দেখিয়াছি সাদা রঙের রাজ
হাঁসের জোড় বেধে সাতার কাটা
আমি দেখিয়াছি জীবন
সংগ্রামে খেটে খাওয়া মানুষের
নিজেকে চেনানোর অতৃপ্ততা ।
আমি দেখিয়াছি রাতের নীলাভ
জোছনা
কিংবা দূরন্ত কিশোরের অবিরাম
ছুটে চলা ।
আমি দেখিয়াছি সবুজের
মাঝে উঁকি দেয়া সূর্য
শুনিয়াছি আকাশে উড়া হাজারো পাখির
ড়াক
আমি দেখিয়াছি পদ্মা মেঘনা যমুনা
দেখিয়াছি স্রোতশীনির নদীর
হাজার বাঁক ।
আমি দেখিয়াছি সাদা কাঁশফুল
আমি দেখিয়াছি সাগরের মোহনা
পেয়েছি হাতে কারোর হাত
ভালোবাসার রঙিন সূর্যোদয় দেখছি আমি আজ।