আদুরে জ্যোৎস্নারা ভাঙা জানালায়
অদ্ভুত বেমানান।
'সুপ্তিতে ডুবিয়া প্রাপ্তি '
স্বপ্নালোক সন্নিকটে,
প্রথম সূর্যালোকেই বিস্মরণ।
বাস্তবতা দাঁত বার করে হাসে
আমার ব্যর্থতায়।
সব ধূসর,মলিন, ছন্নছাড়া।
একটু আগেই যা ছিল পরিপাটি,
সেলুলয়েড জগৎ
দ্বিখণ্ডিত হয় মূহুর্তেই।
অ্যানিমেশন কল্পনারা স্হবির।
চারদিকে শুধু পঙ্কিলতা,
বিবর্ণতা, নোংরা নর্দমা।
দ্বেষ, হিংসা আর অত্যাচার।
আমি একাকি খুব অসহায়,
হতভাগ্য।
স্বপ্ন আর বাস্তবতার মধ্যস্থতায়
আমি ক্লান্ত,বিধস্ত।
মাথার মধ্যে কিলবিল করে
শুভবুদ্ধিরা,
দুর্ভিক্ষ, মহামারী তে  কঙ্কাল সার,
পৌরুষ্যত্ব শুধু অন্তঃপুরে।
শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়
মানবতা।
আমি বড়োই অপ্রস্তুত  এই পৃথিবীর জন্য,
আরো কিছুটা সময় চাই সূর্যোদয়ের আগে।