তোমাতে আমার বিশ্ব বিরাজমান
তোমাতেই আমার অস্তিত্ব।
তুমি আমার কাদম্বরী তুমি আমার বনলতা,
তুমিই আমার নিলাদ্রী।
তোমার গগনে অস্তিত্ব সপিয়া,
মনোরাজ্য আমিময় ভ্রমরভ্রমণ।


তুমিই আমার মহাকাশ জুড়ে শাশ্বতী,
তুমি আমার নেপচুন,ইউরেনাস,প্লুটো,হাউমিউয়া,শুক্র।
তুমিই আমার বাসগৃহ পৃথিবীনামক গ্রহ।
তোমাতেই আমার বসবাস,
তোমাতেই আমার জ্যোতির্ময় বিজ্ঞান গবেষণা।


তুমি আমার ডিএনএ,রক্তকণিকা, শিরা, উপশিরা,
তুমিই আমার মস্তিষ্কের নিউরন।
তুমিই আমার জাঙ্ক ডিএনএ,
তুমিময় আমার ব্যাধি প্রতিরোধ শক্তি।
তুমিই আমার ১০ মাইক্রোমিটারের ৩৭ ট্রিলিয়ন কোষ।


তুমিই আমার তেতাল্লিশ শত অন্ধবিশ্বাস,
তোমাকে ঘিরেই আমার বন্দনা।
তুমিময় আমার গ্রন্থপাঠ, তোমাকে নিয়েই পথচলা।
পূর্ব,বর্তমান, পর সর্বযুগই আমার তুমিময়।
আমি অগ্নিতে আসন করিয়া তোমারি পানে চাহিয়া করিবো উল্লাস।
শুধু তোমারই সঙ্গলোভে পুষ্পউদ্যান করিবো প্রস্থান।


তুমিই আমার শৈশব,কৈশোর,যৌবন
তুমিই আমার সমাপ্তিজ্ঞাপক বার্ধক্য।
তুমিই আমার রোমান্স,কাম,উত্তেজনা
তোমাকে ঘিরেই আমার ক্রোধ, অভিমান হিংসে।
তুমিই আমার নিলাদ্রী।
তুমিই আমার ভালো থাকা।
তুমিই আমার মন্দ থাকা।


নিলাদ্রী আমি ভালো নেই।
অনিক মজুমদার
সেপ্টেম্বর ১৯,২০১৭
রাত ৩ঃ৪০ মিনিট।