জীবনে আজ আমার তাল নেই,ছন্দ নেই।
বাঁশী তে সুর নেই,বাঁশী আর বাঁজে না।
মন আজ দুলে না নৃত্যর তালে তালে
আমার নিষ্প্রাণ মন গুনে ধরা কাঠের টিলা।
হ্যাজাক লাইটের আলো ভাল লাগেনা,
অন্ধকার চাই, একাকীত্ব !!
তারপরও মনে যেন সুর বেঁজে উঠে,
আমার অবশ দেহে প্রাণ সঞ্চালন হয় ;
ডাকিবার ভাষা আমি ফিরে পাই।
তুমি সুর হয়ে এসেছিলে আমার মাঝে
হৃৎপিণ্ডের স্পন্দন,রক্তের বেগ;
আর যদি বাঁশী না বাজে
মনে কর সেই সুর আর নেই
স্পন্দন,বেগ আজ নিরস।