ভুল সময়ে তোমার পিছুডাক
ফিরে তাকাতে না পারার আক্ষেপ
তোমার অপেক্ষায় কাটিয়েছি শতাব্দী।


আমি ও হারিয়ে যাবো বর্ষার শেষ কদমের মতো।
কখনোই বলা হয়নি ভালোবাসি,ইথার।
তবুএ পরস্পর ভালোবাসা বুকে জমিয়ে রাখতাম।


আঙুলের এক কর থেকে আরেক করের দূরত্বে
বড্ড ক্লান্তি নেমে আসে যেন
আমরা কখনো দূরত্ব মাপিনাই।
কেবল ঘাসফুল ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম কাছে থাকার


তোমার অনুপস্থিতি আমাকে ভাবিয়ে তোলে,ইথার।


.
জমাটবাঁধা অভিমান বুকে ভ্রমরও উড়ে যায় ,
      সেইখানে আমিতো মানুষ।
তোমার ছায়ায় জিরোতে এসে ক্লান্তিতে ডুব দিই
    যদিও কথা ছিলো ছেড়ে যাওয়ার আগে
                           একবার ফিরে আসবে।
তারপর আর দেখা হয়নি
    আমরা এই ভেবে ঘুমিয়ে পড়ি
          পরস্পরকে ভালোবাসতাম কিনা!


পাখিরাও ডানা মেলে উড়ে যেতে চায়
         এতোটাই অসহায়বোধ!
হৃদয় তোলপাড় করে যে ব্যথা উঁকি দেয়,
        সেটা প্রেম!ঠিক কি প্রেম ছিলো?
কখনোতো খোঁপায় ঘাসফুল গুঁজে দাওনি,
             বলোনি ভালোবাসি---
তবুও, যুগল পাখি দেখে আমরা প্রেমিক-প্রেমিকা হয়ে উঠি।


এই যে পলকহীন দৃষ্টিতে আকাশ দেখছো
        এই নিঃশব্দ হেঁটে চলা
            এই তুমি-কে আগে দেখিনি।
একটা দীর্ঘ পথ অতিক্রম করেছি,
     কিন্তু কেউ কাউকে বুঝে উঠিনি
        ভাবতেই হৃদয়ে বেঁজে ওঠে বিষাদের ভায়োলিন।