হারমোনিয়ামের সা,রে,গা নষ্ট হয়ে গেলে
মা,পা,দা,নি সুর দিয়ে চোখ তুলে তাকাই।


সুরটা কেমন আমাদের মতোই বিগড়ে গেছে
যেমন শেষ বেলায় ফোন করনি বলে বাড়ি মাথায় তুলতাম,
অফিসে এত দেরি হল কেন বলে চোখ রাঙিয়ে খাওয়ার টেবিল ছেড়ে উঠে যেতাম,
সকালর ঘুম ভেঙে গোলাপটা না পেলে সারাদিন তোলপাড় করতাম
আজ সব কেমন সুর কেটে গেছে।


অবসরটুকু ধূলোজমা হারমোনিয়ামে চোখ রেখে কেটে যায়
ব্যালকনির এক কোণে পড়ে থাকে যাবতীয় সকল দুঃখ।


হারমোনিয়ামে হাত রাখলে তোমার স্পর্শে শিহরিত হই,
সুর তুলতেই দেখি জীবন থেকে সা,রে,গা, হারিয়ে গেছে।