উদ্দেশ্য করে,
আমরা বরং একটা সন্ধ্যের গল্প লিখতে পারতাম
কিংবা,  
সেই তারাটার গল্প,
যেটাকে তুমি দিয়েছিলে আমার নাম।
এই বলে একটু নড়েচড়ে বসলাম।
.
এই নিরুদ্যম তুমি ,
    এই ভারাক্রান্ত মন,
      এই নিশ্চেষ্ট চোখ।
তুমি বুঝবেনা,
আমার হৃদপিণ্ডে বিন্দু বিন্দু ক্ষরিত হয় শোণিত।


তার'চে দুহাতে করে আজ
দুঃখগুলোকে উড়িয়ে দিতে পারি,
যেভাবে উড়ানো হয় শান্তির পায়রা।