ভোজের রাত হয়;পিঠা-পুলি পায়েসে-
তৃপ্তি উগরায় পৈষালী রাত।
উর্বশী শব্দের শরীর চেটেপুটে সাফ।

নির্মোহ আড়মোড়া ভাঙ্গে বৈশাখ-
পুড়ে যায় ফসলের ঘ্রান; পৌষ নবান্ন,
নকঁশি আঁকা কাব্যচাষীর মাঠ;দ্বৈবাত।?

অন্তরার সবুজ গান;পুথির আসর,
ষোড়শী স্বপ্নের ব্যান্জনায় বাউল রাত।
অবাধ পূবালী হাওয়ায় উড়ায় পিয়ানোর আঁচল।
সুন্দর সর্বনাশের সাঁকোর আল্পনায় হাসে
পিকাঁসো-সুলতান,
তখনো আসেনি উদাসী সকাল।

কি চায় আর?
মলিন রেখার টান? বিকলাঙ্গ কৈলাশ?
অনৈতিক কামাক্ষা-কামরুপ?

বিনয়েই বলি- শুকিয়েছে দোয়াত,
দ্রবীত রঙের তালপাখা-
শুটিসুটি জিভশুন্য কলমের নিব।

মানূষ নই; এতটুকু আফসোস নেই,
এই ঢের;বেঁচে আছি উদ্বেগহীন;নিরুত্তাপ,
আমি ভিনগ্রহের এলিয়েন নই বলে।