আর একটু রাত খোঁজ
পাজরের শিক ধরে শুকিয়েছে সবুজ সেগুনপাতা
বুকের আঙিনায় জমে আছে টকটকে লাল
রাত ঝরার গল্পে হাসেনা সে আজকাল
বুকের অফবিটে বাজে বখতিয়ারের অশ্বক্ষুর
আর আমি.,..... রোদ্দুর পুড়ি ------

উত্তাপ বাড়ে বয়সী নিঃসঙ্গতার
অতৃপ্ত বাসনা প্রচ্ছদ খোঁজে রংতুলির
এতটুকু উচ্ছাসের ঠাঁইয়ের অবিন্যস্ত প্রেক্ষাপটে
উড়ে যায় শঙ্খচিল
ডানা ঝাপটানো বাতাসে ওড়ে তেমনই অতৃপ্ত আঁচল
শীতল অনুভূতি খেলে যায় অকস্মাৎ উদোম প্রত্যাশায়
শিকারী চিলের ঠোঁটে তৃপ্তির ঢেকুর
রাত নিংড়ানো আধারের নির্যাসে।

অন্তপুরে কম্পন ওঠে
চারপাশে গড়া বাঁধনে ফাটল ধরায়
আদিম উচ্ছাসের আত্মাহুতি চাই

এভাবেই ফিকে হয় মায়া-আধার
আলোর প্রান্ত ছোঁয় দেয়াল
উড়ে যায় চিল .....
আধার খোঁজে অনন্তকাল
আধারে আঁধার আঁকার আঁকিবুকি ক্ষতে
রক্ত ঝরার গল্প গড়ে নিয়ত।