হালের জলে ছপাৎ বোলে ভাটিয়ালী সুর
ঝাঁঝাঁ নাচ রোদের রঙে রাখালিয়া গান
শক্ত জুঁতে লাঙ্গল জোয়াল ডানি বায় ঠাই
ফুড়ুৎ উড়ে টুনটূনিটা ভাটের পাতায় বাসা
গন্ধরাজ আর বেলি ফুলে বাতাস মৌমৌ
মৌয়ের চাকের রাণীকোষে দ্বৈত রানীর সাজ
ঠুঁকছে ঠোঁট মাছাল পিঠে কালো ফিঙেরাজ
দুলছে দোলে উতাল হাওয়া গাদা ফুলের রেণু
কলসি কাঁখে আলতা রাঙা পায়ের নূপূর কৈ
হাতের পাখা প্রানসখা রঙীন সুতারকাজ
নীলচে জিভে জামের রঙে কথা ভাঙে আড়
পাতার ছায়া বিকেল গড়ায় ঝপাৎ নামে সাঁঝ

উড়ছে হাওয়া ভাতের ধোঁয়া পেট গুড়গুড়
কুমড়ো ফুলে বাটনা বড়া কাটছে জিভে জল
এসব বৃথা প্রাচীন কথা গল্প কথার মাঠ


(প্রথাগত ছন্দ-মাত্রা বুঝিনা বলেই এ আয়োজন)