জানি ব্যক্তিগত আজ তোমার সময়
ফেমিনিজমের যুগে ওটা না চাওয়াই বোধোদয়
একুশের দোরগোড়ায় অপেক্ষা করছি
দায়িত্ব বলছে তোমাকে ভুলে যেতে  


এখানে মেঘ করেছে আগের মতোই
অনুভুতিরাও জেগেছে স্বভাবতই
লেখাগুলো পাঠাতে পারলামনা
ওগুলো কয়েকটা লাইনেই হারিয়ে যাক


সাহিত্য ধার করে কবি হওয়ার চেষ্টা
হয়তো  তাই অবান্তর লাগে কবিতা
অন্তরালে মুচকি হেঁসো তাই পড়ে
কম কি!সেটাও ভালো লাগে এখনো


শহুরে ক্যাকোফোনিতে একলা  লাগেনা
সৌজন্যে কবিগুরুর একলা চলোরে
ভুলতে হবে যখন এখানেই হোক শেষ
দূরের মানুষ দূরেই থেকো বেশ...