শিব-চৈতণ্য
অনির্বাণ দত্ত
-------------------


অনেক পাহাড় পেরিয়ে এসেও যখন‌ আরো অনেক পাহাড় পেরোতে হয় ,
অথবা ঐ ট্রামলাইন বেয়ে ছুটতে হয় যখন
এক আকাশ বৃষ্টিতে ভিজতে ভিজতে ,
যখন এ ফুটপাথ থেকে ও ফুটপাথ ,
এ রাস্তা থেকে ও রাস্তায়
অকারণ চোখ রাঙিয়ে যায়
ইতস্ততঃ চোরাবালি ।
উদ্বায়ী ক্ষমতার গর্বে যখন
গলা টিপে ধরে কালো কালো মেঘ ,
যখন মনেহয় তুমি নেই -- একটুও নেই ,
সবচেয়ে কাছে আছো হয়তো তখনি ।
নিকটতমের থেকেও নিকটতর ,
প্রিয়তমের থেকেও প্রিয়তর ৷৷


তারপর কোনো এক নিঝুম শূণ্যতার খোঁজে
আকাশ বদলায় কোনো নক্ষত্র হঠাৎ ।
আর সমুদ্র বদলাতে বদলাতে
অবশেষে বৃষ্টি আসে ,
কোনো নতুন ঘাসের ভেতর ।
বহু রঙ , বহু কোলাহল কলরব ,
বহু মৃত্যুমিছিল বদলে বদলে
শহর থেকে শহর পেরিয়ে
এখনো ঘুমিয়ে থাকে শহর ৷৷
জাগে শুধু এক চৈতণ্য প্রবল
অন্তহীন , অনাদি , অবিচল ৷


মাঝে মাঝে মনে হয়
এই যে উত্তাপ ,
এই এতো প্রখর কিরণ ,
এও বুঝি প্রেম ,
এও বুঝি তাঁর এক বিশেষ পরশ ......
একে যে দহন বলি ,
সে আমার ভ্রম ৷৷


যেভাবে ঢেউ ভাঙে নদী
যেভাবে বুঝে নেয় পাড়ের নীরবতা ,
যেভাবে পাখীর বুকে প্রথম রোদ্দুর
গোপনে গুঁজে দেয় কথা ,
সেভাবে কোনো হাওয়া হঠাৎ ভেসে ভেসে
কত কী ব'লে যায় বুকের কাছে এসে ,
যা কিছু কথা শুনি যা কিছু সুর বাণী
সবই তো তাঁর ছোঁওয়া ... সবই তো তাঁর জানি  


পূর্ণ আদিযোগী , নিত্য নটরাজ ,
তাঁরই তালে বাজে আমার যাওয়া-আসা ,
আমার সব প্রেম আমার সব কাজ ৷৷