আদিম খেলায় সমাজ যেন ব্যস্ত
রেষারেষি আজ জাত-পাত নিয়ে,
ধর্ম যেন কুক্ষিগত মুঠোয় ভরা
ধর্মান্ধতায় একটুকরো কাপড় বাঁধা গান্ধারী;
প্রেমের বীজ যেন ফনিমণসা, আর
ভালোবাসা তেমনই প্রস্ফুটিত ক্যাকটাস।
সব কিছু শেষ হয়ে যায় চিতা আর কবরে
তবু মারামারি আর মন দেওয়া-নেওয়া!
বিশ্বকর্মার হাতে একতাল মাটির শৈল্পিক রুপ।।