কেমন আছিস বন্ধু তপন
কেমন আছিস সুকুর, মোমিন
মইনুলের আজ খবর জানিস
সে নাকি থাকে সৌদি আরব !
প্রদ্যুৎ আজ নাকি কোলকাতাতে
হোটেল শুনলাম মস্ত-বিশাল
রাজু করেছে এম-এ ইতিহাসে
এই ছেলেটাই বেকার এখন
কিইবা আসে-যায় বন্ধু তাতে
মনে কি পড়ে প্রথম হওয়ার সেই
রেষারেষি বেঞ্চে বসা কিম্বা ক্লাসে ।
দোলন নাকি স্বাস্থ্য সেবায় নার্স হয়েছে
আর কি যেন নাম সেই ছেলেটার
দেশরক্ষায় সামিল হতে পাড়ি জুড়লো
মাধ্যমিকের শেষ পরীক্ষায় সব বললো ,
বড্ড বেশি কাজের চাপে কত বন্ধুই
হারিয়ে গেল সময় না পেয়ে মন থেকে
তবুও রঙিন স্মৃতি মোনের টানে মোনের কোনে ।
খেলার মাঠে খেলতে যাওয়া
ধাক্কা মেরেও ধরে নেওয়া ,
একটা ছাতা কাড়াকাড়ি
জল ছিটিয়ে ভিজিয়ে দেওয়া
স্কুলের পোশাক সেই বর্ষাকালে ;
টিফিন হলে টিফিন নিয়ে ভাগাভাগি
বড়ই বেশি মনে পড়ে
গাছতলাতে খুনসুটি ।
তারপরেতে অনেক বন্ধু এলো গেলো
তবুও তোদের বেশি মিস করি রে ;
পড়তে গিয়ে সেই মেয়েটি বন্ধু হলো
আড়চোখেতে গোপন খেলায় মাত করলো ,
বন্ধু তোদের কাছেই শুনতে পেলাম
তার বিয়ের নাকি আগেই সব ঠিক ছিল !
ভুপেন শুনলাম স্কুলে পড়ায়, কোচিং করায়
গায়েত্রী কে দেখি টিভি পর্দায় খবর পড়ে ,
শোভন নাকি ব্যবসা করে আড়ৎ খুলে
তীর্থ কাজ পেয়েছে কোন কোম্পানিতে ?
আমাকে কি আর তোদের মনে আছে
বন্ধু ছিলাম কোন একসময়ে
এখন হারিয়ে গেছি কাজের চাপে ;
কাজের শেষে শেষ বিকেলে বন্ধু খুঁজি
আড্ডা মারি মোড়ের মাথায় চা-দোকানে ।।