নিশিদিন যাচ্ছে চলে কালের পারাবারে


উষ্ণ বায়ু বহ্নি-শিখায় তপ্ত ধরাতল;


চাতক খুঁজছে বারি মেঘের পানে চেয়ে


তপ্ত রবি, গাছের ছায়া খুঁজছে পথ-পথিক;


একটু খাবার পাওয়ার আশায়, তবু


পথের শিশু ঘুরছে রোদে পুড়ে।


দিনের শেষে স্বস্তি আনে কালো মেঘের দল
পথের ছোট্ট শিশু কালো পোড়ারুটিই আঁকড়ে ধরে
জানে ক্ষুধা-নিবারণের এটাই তার একমাত্র সম্বল।।