শব্দ করে ভেঙ্গে যায় সবকিছু
শব্দগুলো​ পরপর বসে তৈরি হয় আরও​
শব্দ না করে সম্পর্কে আঘাত হানে
ভেঙ্গে যায় মন ভাঙ্গে ভালোবাসা!
না  না আমি আর ভাবছি না
আমি আর চিৎকার করছিনা আগের মতন,
শব্দ না করেও সব বলা যায় সেই আদিম কালের মতন,
শব্দ না করেও বয়ে চলে খরস্রোতা নদী
চুপচাপ ঝড়তে থাকে অশ্রুজল।