আজীবন ধরে কত কথা, মহাকাব্য কম পড়বে !
তবুও ভাবনা হৃদয় পোড়ায়, কত কি থাকলো বাকি !
তাই- চলো একবার; আবার আমরা শুরু করি মন দিয়ে, পিঠে ভাগ আজ থাক শুধুই পথ চলি ...


যে কান্না কাঁদিয়েই গেলো কিভাবে তাদের ডাকবো ? সময় ফেরে না বন্ধু
সবুজ হাসিতে যে প্রাণ ঝরলো; আজ তারা জ্ঞানের উন্মেষ, ধূসরের ইতিহাসে


তাই আত্মত্যাগের সংকল্প নিয়ে এসো;
এসো, সংকটের সন্ধিক্ষণে
আমি আছি, আমি থাকবো ...