পাবো; পাবো- করেই পেরিয়ে এলাম পথ !
পাওয়ার ঝুলি আজ পরিপূর্ণ l
অদ্ভুত ! না চাওয়ার দান'ই বেশি, যদিও -
কেউ, কোনো ভাবে দাতা হরিশ্চন্দ্র নয়
আসলে বিশ্বাসে বিষ-ও পাওনা হয় !
ক্রমে আত্মার চাহিদারা তাই মৃতপ্রায়
তুমিও আকাঙ্খা ছিলে; আজ স্মৃতি একান্ত অনুভবে ...


সবাই স্বভাবে খাঁটি সোনা, তবুও -
অলংকার অহংকার করে !  
একসাথে কাটানো সময়ে; ভাগ করে
স্বপ্ন দেখার সংকল্প ছিলো,
ছিলো না কঠিন অঙ্গীকার আগামীর


চোখের জল বিজ্ঞাপনের পণ্য নয়,
হলে; বিভেদ কমতো বিশ্বে !
আর; আমরা গঙ্গা স্নানে যেতাম -
শান্তি নিয়ে তৃপ্তির ...


এসো লাভ ক্ষতির হিসাব ফেলে; পাড়ের কড়ি -
খুঁজি, শেষ সম্বল ভর্তুকি দিয়ে !


অনির্বান শান্তারা