সুখ দুঃখের কতো ইতিহাস
হয়েছে পৃষ্ঠা বন্দি !
আসলে গোপনে মুক্তির গান
ভেঙেছে নষ্ট ফন্দি !!


সঠিক কথায় দেখি কষ্ট জাগে  
শুরুর থেকে শেষ !
মশলা মাখিয়ে মধুর প্রকাশে
বন্ধু বন্ধ বিদ্বেষ !!


চলে এসো আজ আমার সঙ্গে
মৃত স্বপ্নের দেশে !
আমরা ছোঁয়াবো জিয়ন কাঠি
স্বর্ণালী সুরে হেসে !!


হাজার অব্যক্ত যন্ত্রনা ব্যাথা
হয়েছে কষ্টে নীল !
ছন্দ ভাষার সোহাগে জড়ালে
জাগবে সত্যি মিল !!


উপহাস করে বাঁধবে কপট
ক্ষত'য় লঙ্কা দিয়ে !
উপহার দিও প্রেমের মালা
শুদ্ধ হৃদয় নিয়ে !!


অনির্বান শান্তারা