যার কারণে করছো এসব
সে জানলেই ধন্য !
সামনে সবাই সভ্য সমাজে
আড়ালে প্রাণ বন্য !!


তুমিও কত বোধে সমব্যাথী
সেজেছো শুদ্ধ দাতা !
গভীরে মনন চেতনা ছাড়া
সুনাম কেনো ভ্রাতা !!


কুমির কান্না সহজে-ই কাঁদো
আসর মুগ্ধ গুণে !
প্রকৃত কষ্টের অসহ জ্বালা
অজানা স্নিগ্ধ প্রাণে !!


জীবন সড়কে কত কাহিনী
সত্যি বলা বারণ !
বেশির ভাগ সবাই আমরা
অকারণে-ই কারণ !!


অনির্বান শান্তারা