শূন্য হাতে ফিরিয়ে দিলাম, ক্ষমা করো আজ
উপায় থাকলে রাঙিয়ে দিতাম, সত্যি সোহাগী সাজ !
ফেলে আসা পথের বুকে, স্মৃতির চিহ্ন ব্যাথা
এতো কথার কলরবে, নিখোঁজ আসল কথা !
অন্ধ সময় অবুঝ সুরে, শুনিয়ে গেছে গল্প
মোহন বাঁশি মনেই কাঁদে, শ্রোতা বুঝলো অল্প !
দেনা পাওনা হিসাব শেষে, হাসে স্বার্থের জয়
ভালো-মন্দের দ্বন্দ্ব ভালো, বেশি বুঝলে ভয় !
আসল-নকল মিলে মিশে সবাই খাঁটি সোনা
কোষ্ঠি পাথর নির্বাক ঠোঁট, জহুরির চোখ কানা !
খাদ্য-খাদক যুগল প্রেমী, থাকনা হাতের পাঁচ
উদাস মনের মাতাল জানে, মন বোতলের কাঁচ !
অনেক ভেবেও ভাবনা খোঁড়া, স্বপ্নে তাকেই ডাকে
চোরের মাঝেই লুকোচুরি, কে আর ধরে কাকে !
ইচ্ছের মন মেঘলা থাকে, খুশির রোদে লাগাম
আমিও বসন্তে পুড়তে পারি, লেখো আসামির নাম !!