আমরা কেউ আজ ভালো নেই ,
সুখের বলগা, আলগা হয়ে হারায় খেই
       আমরা কেউ আজ ভালো নেই l


এই যে তুমি রং মেখে এত উজ্বল ,
হালকা হাসিতে লাগছো বেশ প্রানোচ্ছল !
মুখের মুখোশ, একটু সরে গেলে-
দেখি, কষ্ট-বেদনা ভরা চোখের জলে !
পাই, নতুন মোড়কে সেই দুঃখ কেই -
       আমরা কেউ আজ ভালো নেই l


বাহুডোরে ভরে দম্পতি যায় হেঁটে ,
মধুচন্দ্রিমা গেছে অনেক আগেই কেটে !
মন মজে, দেখে প্রেমের পরম দৃশ্য
খুঁজলেই পাবে, তিক্ততা ওদেরও করেছে স্পর্শ l
যুগল তনু ভূগোলেই ঘোরে, মন যুগলে নেই -
                আমরা কেউ আজ ভালো নেই l


ওই শান্ত সবুজ সঘন বনানী ,
সমীর সোহাগে হয়েছে যেন আত্ম-গরবিনী !
বসন্তের জানালায়-  উঁকি মারে কৌতুহল ,
কাঠ পাচারীর অনাচারে আজ বিহ্বল !
বাতাসের ধ্বনি- বয়ে আনে সেই বেদনাকেই -
               আমরা কেউ আজ ভালো নেই l


প্রতিদিন দেখি তার সিঁদুর বড় বেশি চক্চকে !
শাঁখা-চুড়িতে বাঁকা হাসিতে করে সব ফিকে !
স্নেহের শৃঙ্খলে বাঁধা স্বামী ও সন্তান !
তবুও সন্ধ্যার শঙ্খ হারায় তান !
  কাদার উপর চট ফেলে চলা সেই -
             আমরা কেউ আজ ভালো নেই l


অর্থ হীন প্রার্থী, তাই মায়ের দুধ মেলেনি
শুকনো খড় কে চেবানো, সবুজ সদয় হয়নি !
স্বপ্ন-হীন নয়নে নিস্পলক চাওয়া ,
জ্বালাতে আশা গুলো- মাছি হয়ে করে ধাওয়া !
ওদের দেখি যেন বলে- 'এই  
               আমরা কেউ আজ ভালো নেই !'


আমার কথাও শোনো, জীবনে হিসাব হলো কই ?
বেনা বনে মুক্তই ছড়ানো, কেউ মুল্য দিল কই ?
শুধু বোঝা-পড়ার, বোঝাই ঘাড়ে নেওয়া !
আর কপট কে অযথা সেলাম দেওয়া !
তবু তোমার জন্য কান্নাকে- কষ্টে চাপি সেই !
               আমরা কেউ আজ ভালো নেই !