সুখ সুন্দরী সখী, সত্যি সোহাগী পাখি
সে চিত্তে বড়ো চঞ্চলা বালা দুলালী !
শিঞ্জিনী হোক শক্ত ভেবোনা হয়েছে ভক্ত
সে হেসেই হারাবে করে হেঁয়ালি !


দুঃখতো দোরের দাসী, আনমনা আর উদাসী,
সামান্য ঈশারায় যায় ভেসে !
সুখ কে ভাবে সে সতীন, তারা ও আমিতে তিন,
করে কোন্দল কে- বসবে কোল ঘেঁসে !


যেই থাক সুখ-দুঃখ, একাই ভরবে বুক
থাকে চেষ্টা একার করে নিতে !
সুখ হাসায় নিজে হেসে,
দুখ দাঁড়ায় মনের পাশে !
এরা চলবে নিজের নিয়মে পথে l


আমাকে নিয়েই কাহিনী, কে আমার না জানি !
হয় জ্বালাতনে জ্বলে- জীবন জেরবার
যে আসে মন ঘেঁসে, ফাঁসায় নিজের ফাঁসে
তবু ভেঙ্গে যায় বাহু বন্ধন বারবার !


আমি মরলে দু'জনে এস, একসাথে শ্মশানে বসো !
ভেদাভেদ ভুলে একটু মৌন্য থেকো l
আবার কোনো আমি, নতুন নামের স্বামী -
তাকে দু'জনে দু'হাত বাড়িয়ে ডেকো !