বদনামের কলঙ্ক কালো
প্রেম প্রদীপে লাগে ভালো,
(আমায়) অন্ধ বল, মন্দ বল, করো তিরস্কার !
রুদ্ধ যারা নিয়ম ফাঁসে
সুনাম নিয়ে শুষ্ক হাসে
নেই অর্থ মহা স্বার্থ, তাদের নমস্কার l


কর্ম করে বিফল হই
তবু স্বকর্মে সুস্থ রই
(আমায়) বাঁকা বলো, বোকা বলো, বলো অকর্মণ্য l
অচল যারা অবস্থাতে
তবু আলোচক হয় ব্যবস্থাতে
তাদের সদা স্মরণ করি, তারা মহামান্য l


গর্ব কি করে গ্লানি হলো
কেন সত্য সাদা মিথ্যা কালো
এসব গরল সুধা পান করেও, থাকব সাধারণ l
দুই নৌকায় দু পা দিয়ে
জল সমাধির শঙ্কা নিয়ে,
ভাসবে তুমি বলবে তবু, হlয় কি অসাধারণ l


সং সাজি ভাই সংসারেতে
অভিনয় বেশি অভিসারেতে
(আমায়) মেকি বলো, ফাঁকি বলো, বলো কপটাচার l
আবেগ টাকে আস্তে চাপ
দায়ভারকে ফিতেতে মাপ
জয়যুক্ত ভয়মুক্ত তোমার মহান মুক্তাচার l


হৃদয়াধারে সোনার অক্ষর,
করতে চেয়েছি শুধু স্বাক্ষর-
যদি নাহয় বলো পাথর, বলো কঠোর, বলো হৃদয়হীন l
তুমি বুঝতে চাওনা প্রেম
তাই যুক্ত হয়নি ক্ষেম
তবু উদাস তুমি, উদার তুমি, অতি বেহেতরিন l


নীরবে চতুর মিষ্টি হাসো
শিকার ফাঁসে না শিকারী ফাঁসো
এসব ভুলবো, তবু বলবো- বাজুক তোমার জয়ঢাঁক l
মন্দ যতো আমার থাক
স্বাচ্ছন্দ স্বর্গে যাক
বদনামের অভিযোগটা আমার নামেই থাক l