ওই মৃন্ময়ী না হয়ে মাগো
যদি হতে জ্যান্ত মানবী l
চরণ রাঙাতে মাগো অলক্ত নয়
বুকের রক্তে দিতাম দাবি l


চাল কলা আর ফল-মূল নয়
খেতে মোটা চালের ভাত l
রুধিরে রাঙানো কৃপান ছেড়ে
দিতে হাতা খুন্তিতে হাত l


সব সময় বরাভয়ের মুদ্রায়
করতে হতো না আশীর্বাদ l
থাকলেই পাশে ভরতো জীবন
মিটত মনের সর্ব সাধ l


শ্বেত-পাথরের দেবালয় নয়
আমার সদন-ই হতো নন্দন l
জননী তনয় নয় অভিনয়
হতো স্নেহ প্রীতিতেই বন্ধন l


পূজা আরতির ক্ষণে দেখা হয়
বাকি সমস্ত ক্ষণ একা l
থাকলে ঘরে পোড়া প্রাণ ভরে
মাগো হতো সততই দেখা l


ভবের পিপাসা মেটাও তুমি
তোমার তৃষ্ণা সময়ে l
আমরা সারাদিন খাই ইচ্ছা মতো
হায় ! তোমাকেই বাঁধি নিয়মে l


হাজার জ্বালায় মন রঙ হারায়
হারায় মনের মধু ক্ষমা l
ওই নীলিমায় নিষ্পাপ কর
ওগো জগৎ জননী শ্যামা l


পাদপদ্মের রক্ত-জবা দেখে ভাবি
এ তনু হলে পুষ্প l
যেই চরণ কমলে স্বর্গ বিরাজে
ঠাঁই পেয়ে হতো হর্ষ l


মহাকাল আর গ্রহেরা ভয়াল
তোমার স্নেহ না পেলে l
শাসন করে বলোনা শ্যামা মা
ভালো হ সব ভুলে l


অসংখ্য সন্তান আজ কাঁদছে
হয়ে অন্ধ মন্দ ঋণী l
তাই আজ নীরবতা ফেলে জাগো
একটু তাকাও জগৎ জননী l