ভেঙ্গে যাওয়া মন চুর চুর হয়ে গেছে,
সেই টুকরো কুড়াতে, কপটেরা আয় কাছে l
ওরে হট্টগোলে গোলমালে কর গোল
শেষের সময়, আমায়- শোনারে হরিবোল l


যার প্রাণ চাইছে কষ্ট দিয়ে যা
কুমির কান্না নিয়ে একশ বিষম খা l
আয় পোড়া-মন জ্বললে কেমন লাগে !
দেখে যা দুঃখ দুয়ারে কেমন জাগে !


আজ মন সেঁকতে; মজা দেখতে আয় -
তাকিয়ে দেখ, আলোর মাঝে কালো কেমন ছায় l
যন্ত্রণা দেখে হাহুতাশ করিস না
অন্ধ আবেগে আটকে পড়িস না l
মরা মন জোড়ার ভাবনা থাক,
আমাকে; হেরে যাওয়া কোনো হতাশ নামেই ডাক l


এই অচর ব্যথাকে গোচর করাই বৃথা
নীরবতা থাক, থাক না না বলা কথা l
সব মধু শেষ তাই মধুকলি হোস না
অনুতাপের অনুভাবে কোনো আর্তি রাখিস না l
পোড়া হৃদয় নুন দিয়ে আজ খা !
আর কিছু নেই উঁকি দিয়ে দেখে যা l


প্রাণহীন প্রাণ কেমন ভাবে বাঁচে
জানবি না তুই, না আসলে আমার কাছে l