সুখ-দুঃখ দেখেছি
কতো কি লিখেছি
বন্ধু জানিনা কেমন হলো !
নিঃশব্দে হেসেছো
হয়তো পড়েছো
মুখেতে বলোনি ভালো l


মন আনমনা হয়
বুকে বাজে ভয়
যে জলসায় গান গায় l
ফুলমালা নয়
যদি তালি হয়
এইতো ও মন চায় l


জানি তুমি আজ
সাজবে না বাজ
শৃঙ্খলে জড়াতে আসবে না l
তবু কোনো উত্প্রাস
জানি জাগবেই ত্রাস
হয়তো সামনে হাসবে না l


সামনে চলাই কর্ম
জীবনের জ্যান্ত ধর্ম
থামলে আসবে হাসবে মরণ l
চাই সামলে চলা
সাবধানে বলা
আছে ছোটায় চির-বারণ l


এই বন্ধুর পথে
একা নিজের সাথে
চিরকাল লড়াই চালাতে হবে l
কিছু কাঁটার আঁচড়
ভুলে পাবেই পাঁজর
এই সন্দেহ ডেকে যাবে l