ভয়ে ভয়েই ভালো থাকা
সাবধান থেকো বন্ধু
তোমার হাতে কাঁচের বল
অনিচ্ছাতেই বা ইচ্ছে হলে ভাঙ্গতে পারো
হৃদয়ের হিরে আসলে কাঁচ, ছড়িয়ে যাক বিশ্বে
হাত কাটলে কাটুক, পা কাটলে কাটুক
হোক অঝোরে রক্তপাত ........
মলম-পট্টি নিয়ে শুভাকাঙ্খী আসবে
তা আসুক , শুধু দূরে দাঁড়িয়ে কেউ
গোপন করবে দীর্ঘশ্বাস আর গভীরে রক্তক্ষরণ l


তোমার হাতে কাঁচের বল
গোলাপ উপহার পাওয়ার পর-
ভাবনার গোটা পৃথিবীটাই আজ গুলবাগ
খেলা করে কত সোহাগী কলাপী l
কাঁটার পরীক্ষা আজ অতীত ...
তবুও অগ্নিপরীক্ষা অন্যের বিশ্বাসে !
ফুল ভুলিয়ে কাঁটার তাজ দিওনা
আমি ঈশ্বর পুত্র নই ..........


তবু- তোমার হাতেই কাঁচের বল !
অন্ধের মুখে রূপ বর্ণনা বা বোবার গান
আমাকে প্রজ্ঞাবান করেনি, করেছে নির্বাক
জীবনের প্রচরে অরাতি, উন্মাদ সামনে লড়ে যাই
যদি পিছন থেকেই ...
আসলে তোমার কাছেই প্রাণ ভ্রমরা
তাই-
অজেয়, অমর হওয়া বুঝি হলো না ...l