ওগো শ্যামলী উদাসী বনানী
এই বসন্তে বিলাপ কোরো না l
আমি অনেক ঝরেছি শ্রাবণে
আর ঝর্ণা হতে বোলো না l


বুকের রক্তে বরণ করেছি প্রেম
এই সাজ সেই সোহাগের l
শান্তির আশায় শীর্ণকায় শরীর
কোনো কারণ নেইতো বিরাগের l


ভরা যৌবনে বিবর্ণতা নিয়ে  
পরো না অতৃপ্তির অবগুণ্ঠন !
চপল চোখের পল্লবী ইশারা
হারালে হবে, আত্মার লুন্ঠন !


দেখো; মঞ্জুরী বেশ মঞ্জু লাগে,
বাজে বাতাসেই মঞ্জীর l
ব্যাকুলতা ও বিস্মৃতি ফেলে জাগো
হয়ে; মোহিনী মন্ত্রে মনসির l


স্বভাবে না এলে সবুজ লাস্য
প্রকৃতির পুড়বে রূপ লাবণ্য l
অকালের বড় সুকাল হবে
সময় সাজবে পাগলী ধন্য l