আমি হয়তো লিখেই যাবো
ভরবে বহু খাতা !
ক্লান্ত কলম নীরব হলেই
উড়বে ছেঁড়া পাতা !!


তুমি ভাবছো বদ্ধ পাগল
নিজেও ভাবি তাই !
চিন্তাদের চিৎকার শুনে
কি করে শান্তি পাই !!


রাস্তা ডাকছে বাড়িয়ে দুহাত
নাম গোত্র ছাড়াই !
বন্ধু বলে বেজাতে বিপদ
তাই সরে দাঁড়াই !!


বাদলে কাজলে দুজনে ভিজি
এক দোকানের চা !
মনের মাটির চোরাবালিরা
টানছে পাতালে পা !!


সাদা ভাতের ভাবনারা ভুল
দুয়ে দুয়েই পাঁচ !
অভাবী প্রাণের কষ্ট হাজার
তবু একই ছাঁচ !!


কড়ি ফেলেই তেল আসে রোজ
ভুলে বাড়ন্ত হলে !
চেনা মুখের মুখোশ বদল
না চিনে যায় চলে !!


আছে দেশে দেশে তারের বেড়া
মনের মাঝে তাই !
মনগুলো চির বন্য পাগল
পালিয়ে যাবে ভাই !!


হাসছে দেখি রোদের আড়াল
লুকোচুরির দিনে !
ঘাম ঝরিয়ে ফিরছে অবুঝ
নষ্ট জীবন কিনে !!


আরো আছে কাহিনী অনেক
সময় আছে কার !
যতই ভাবছি ভুলবো সব
হৃদয় মানে হার !!


অনির্বাণ শান্তারা