আমাকে গালি দিয়ো, দিয়ো সমস্ত দোষ !
চেষ্টা করেছি অনেক, কিন্তু সুখ মানেনি পোষ l
আসলে কি করেছি তাই ইতিহাস, চেষ্টা নয়
হলে, আজ এতটা চলার পর লাগতো না ভয় l
সূর্য জানে তাকে ঘুম থেকে তুলি রোজ
জানি অন্ধকার আমার শ্রাদ্ধে খেতে চাইবে ভোজ l
এতো আলো তবু প্রদীপের নিচেই কালো
গোরোচনা পড়া দুধ কে কবে বলেছে ভালো !
পৃথিবী তোলপাড় করেও একটু হাসি পারিনি দিতে
ঝরা ঘাম, ক্ষয়া জীবন নির্বাক আমার সাথে l
প্রাণ দিলেই কি প্রমান হয় একদম খাঁটি
হৃদয় পুকুর কাঁদে আজ কাল ডোবে না ঘটি l
জানি না কেউ কেউ কি ভাবে সত্যি বুঝবে
তবু জানি ওরা, যাওয়ার পর, আমাকেই খুঁজবে l
অনুরাগের সবুজ আল্পনা ধূসর হলে
কৃষকের ঋণ সময়, সমাজ সবাই যাবে ভুলে l


অনির্বান শান্তারা