হতাশ হৃদয় গোপনে কেঁদেছে অনেক ক্ষণ
একটা সাদা রুমাল চায়, চায় না রঙিন মন !
কেউ নেই, শুধু অনুভব আর অভাবের পৃথিবী
শুনে যাও, যাবার সময়; পথেই মরেছে দাবি l
শূন্য থেকে শুরু করে শেষে শূন্যেই ফেরা  
চির ঘুমন্ত লাশকে জীবন করে কি তাড়া !
কাল বলে গেছে জ্ঞানের একশো কথা
বুকের বোঝায় সুখের সাথে সাজবে কিছু ব্যথা l
নতুনের গান, ফুলের নাচ দেখে সময়  জাগবে  
সব সত্তাই স্বতন্ত্র, তবুও দুর্ভাবনার ছোঁয়া লাগবে l
ঝরা স্বপ্নের মেঘলা কাহিনী হারাবে রোদে !
স্মৃতির সুতো জাল বুনবে মনের মায়াবী ফাঁদে l
ভাগাভাগি করে ভাবনা, চাইবে মুক্ত বোঝাপড়া
ভাঙা গড়াতেই চলবে জীবনের ভাঙাগড়া l


অনির্বান শান্তারা